১০০ মিটার হার্ডলসে পুয়ের্তো রিকোর ইতিহাস

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০১:১০ পিএম  ১০০ মিটার হার্ডলসে পুয়ের্তো রিকোর ইতিহাস
দৌড় শেষ করার পর জেসমিন কামাচো-কুইন। সংগৃহীত

অ্যাথলেটিকসে নিজেদের ইতিহাসের প্রথম সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছে পুয়ের্তো রিকো। নারীদের  ১০০ মিটার হার্ডলসে ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ২৪ বছর বয়সী জেসমিন কামাচো-কুইন। 

এই ইভেন্টে রুপা  জিতেছেন বিশ্ব রেকর্ডধারী যুক্তরাষ্ট্রের কেন্দ্রা হ্যারিসন, ব্রোঞ্জ জ্যামাইকার মেগান ট্যাপার। 

এর আগে টেনিসে ২০১৬ অলিম্পিকে পুয়ের্তো রিকোর হয়ে সোনা জিতেছিলেন মনিকা পুচ। সব প্রতিযোগিতা মিলিয়ে অলিম্পিকে দেশটির এটি দ্বিতীয় সোনা।