আইপিএল

শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে সাকিবের কলকাতা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১২:৫৮ এএম শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে সাকিবের কলকাতা
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স।

আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবরা ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছেন দিল্লী ক্যাপিটালসকে।

শারজায়  টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান জড়ো করে দিল্লী। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন শিখর ধাওয়ান, ৩৯ বলের মোকাবেলায়।  শ্রেয়াস আইয়ার ২৭ বলে অপরাজিত ৩০ ও পৃথ্বী শো ১২ বলে ১৮ রান করেন। 

নাইটদের হয়ে সাকিব ৪ ওভার বিনা উইকেটে ২৮ রান দেন। ক্যাচ মিস না হলে উইকেট পেতে পারতেন সাকিব। আয়ার সর্বোচ্চ ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন নাইটদের দুই ওপেনার ভেঙ্কাটেশ আয়ার ও শুভমন গিল। পাওয়ারপ্লেতে দুজনে তুলেন ৫১ রান। এরপর দলকে এগিয়ে নেয়ার সাথে ৩৮ বলে ফিফটি তুলে নেন আয়ার। ৯৬ রানের জুটির পর ৪১ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৫ রান করে ফেরেন আয়ার।

পরবর্তীতে গিল ৪৬ বলে ৪৬ রান করে ফিরলে শেষ দিকে দ্রুতই ফেরেন নিতিশ রানা-কার্তিকরা। শেষ ১২ বলে যখন ১০ রান প্রয়োজন তখন নেমে ৩ বলে ০ রানে আউট হন অধিনায়ক মরগ্যান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৭ রানে।

প্রথম বলে সিঙ্গেল নিয়ে সাকিবকে স্ট্রাইক দেন ত্রিপাঠি। দুই বল খেলে খালি হাতে ফেরেন সাকিব। এরপর নারাইন ফেরে প্রথম বলেই। ক্যাচ আউট হওয়ায় স্ট্রাইক পেয়ে যান ত্রিপাঠি। শেষ দুই বলে প্রয়োজন ছিল ৬ রানের। পঞ্চম বলটিকেই ছক্কা বানিয়ে ১ বল আগেই কলকাতার জয় নিশ্চিত করেন রাহুল ত্রিপাঠি। ১১ বলে ১২ রানে অপরাজিত থাকেন তিনি।

ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে সাকিবের কলকাতা।

জাগরণ/এমএ