তামিমকে ঘিরে বড় প্রত্যাশা

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০২২, ১২:১৪ এএম তামিমকে ঘিরে বড় প্রত্যাশা
ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সবশেষ টেস্টের দুই ইনিংসে শূন্যের হতাশা দ্রুতই কাটিয়ে উঠেছেন তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রস্তুতি ম্যাচে ১৬২ রানের অপরাজিত ইনিংস নিঃসন্দেহে মূলমঞ্চে নামার আগে আত্মবিশ্বাস যোগাবে অভিজ্ঞ ওপেনারকে।

তামিমকে আরও আত্মবিশ্বাস দিতে পারে পরিসংখ্যান।

বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটারের নাম তামিমই। ২৮ ম্যাচে ৫৫ ইনিংসে করেছেন ২,২২৮ রান, গড় ৪১.২৫।

উইন্ডিজের মাটিতেও তামিমের সর্বোচ্চ রান। এপর্যন্ত ৬ টেস্টে তার রান ৪২৭। সমান ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৫ রান মুশফিকুর রহিমের। মি. ডিপেন্ডেবল অবশ্য এবারের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন হজ পালনের জন্য।

১৬ জুন (বৃহস্পতিবার) অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তামিমের সামনে রয়েছে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শের হাতছানিও। মাত্র ১৯ রান দূরে রয়েছেন।

৬৭ টেস্টে ১২৮ ইনিংসে তামিম করেছেন ৪,৯৮১ রান। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে মুশফিক পাঁচ হাজার রান ছুঁয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজেই। মধুর লড়াইয়ে তামিম এগিয়ে থাকা অবস্থায় চোট নিয়ে মাঠ ছাড়েন। মুশফিক পৌঁছে যান ৫ হাজারি ক্লাবে।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে