• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯, ০৫:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৫, ২০১৯, ০৮:৩৭ পিএম

শোক ও শ্রদ্ধায় সারাদেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

শোক ও শ্রদ্ধায় সারাদেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস
স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় -ছবি : জাগরণ

সারাদেশে গভীর শোক ও শ্রদ্ধায় পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎবার্ষিকী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক জাগরণ এর সংবাদদাতাদের প্রতিবেদন—

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলির সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু চেতনা যুব সৈনিক সংঘের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, বঙ্গবন্ধু চেতনা যুব সৈনিক সংঘের উপদেষ্টা রেজাউল করিম বিশ্বাস রেজা, মোহাম্মদ লাভলু শেখ বক্তব্য রাখেন।

উপজেলার বান্দল গ্রামে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ ৫০০ এতিম ও দুস্থের মাঝে খাবার বিতরণ করেন। 

লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, জাতির পিতার প্রতিকৃতিতে পৃষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি ও জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নসহ আরও অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার জয়নাল আবেদীন, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল কবির নিশান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর খবিরুল আহসান।

মাগুরা সংবাদদাতা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে শোক র‌্যালি বের হয়। জেলা প্রশাসনের আয়োজনে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রধান আলোচক ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। মুখ্য আলোচক ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, আবদুল ফাত্তাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আবদুর রহমান প্রমুখ।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক র‌্যালি বের হয়ে মির্জাপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য একাব্বর হোসেন, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, দুর্লভ চন্দ্র বিশ্বাস ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

শফিউদ্দিন মিঞা অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর আত্মজীবনীর ওপর আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

ময়মনসিংহ সংবাদদাতা জানান, স্থানীয় সার্কিট হাউজ মাঠে বিভাগীয় কমিশনার খন্দকার মুস্তাফিজুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।  পরে একটি শোক মিছিল সার্কিট হাউজ মাঠ থেকে বের হয়ে স্থানীয় টাউন হলে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তারেক স্মৃতি মিলানয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার মুস্তাফিজুর রহমান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল ইফতেকার উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন।

নড়াইল সংবাদদাতা জানান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া ও বিশেষ মোনাজাত, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, দুর্নীতি দমন কমিশনার (দুদক) তদন্ত তা এ এফ এম আমিনুল ইসলাম, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মীনা মরফিদুল হাসান শিল্পী, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আশরাফুজ্জামান মুকুলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাবনা সংবাদদাতা জানান, বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।

শহরের স্বাধীনতা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।

প্রশাসন ভবন থেকে শোক র‌্যালি বের করে পাবনা বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যের দায়িত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। 

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ হাবিবুল্লাহের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. ওমর ফারুক, সাবেক সভাপতি আওয়াল কবির জয়, রিজেন্টবোর্ডের সদস্য ড. আবদুল আলিম, প্রক্টর প্রীতম কুমার দাস, ছাত্র উপদেষ্টা মাহমুদুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সাতক্ষীরা সংবাদদাতা জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবদুল রাজ্জাক পার্কে এসে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

শহীদ আবদুর রাজ্জাক পার্কের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে প্রতিস্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘অসমাপ্ত মহাকাব্য’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা পাঠ, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ প্রমূখ।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকনের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান খান, মুক্তিযোদ্ধা সংসদের কামন্ডার এম এ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী এবং রায়েন্দা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদুল হক।

পাঁচরাস্তা বাদল চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্মরণসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তা, যুগ্ম-সাধরাণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, জেলা যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, যুবলীগ নেতা আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগের আহবায়ক হাসান মীর ও যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন।

টিটি অ্যান্ড ডিসি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

টাঙ্গাইল সংবাদদাতা জানান, শোভাযাত্রায় অংশ নেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল শহর আয়ামী লীগের সভাপতি শিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মরির) প্রমুখ।

শোক র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, রামনাথহাট প্রগতি সংঘ সংলগ্ন রুহিয়া থানা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শোকদিবসের কর্মসূচি শুরু হয়।

পরে ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহিয়া মহিলা কলেজ অধ্যক্ষ বদরুল ইসলাম, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, মকবুল হোসেন, আখানগর আওয়ামী লীগ নেতা স্বপন চৌধুরী, রুহিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী প্রমুখ

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চুনিহাড়ি এলাকায় অবস্থিত একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুর্নর্বাসন কেন্দ্রের আয়োজনে স্কুল প্রাঙ্গণে একটি র‌্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক আমিরুল ইসলাম, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল, স্কুল শিক্ষিকা সৃষ্টি রানীসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

চাঁদপুর সংবাদদাতা জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে এনে ফাঁসিতে ঝুলিয়ে কলঙ্ক মুক্ত হতে চায় চাঁদপুরবাসী। বঙ্গবন্ধুর এই খুনি বর্তমানে কানাডায় রয়েছে। তাকে অবিলম্বে দেশে এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার রায় কার্যকর করার জোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের চাঁদপুর জেলার বিভিন্ন অঙ্গ সংগঠন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বর্ণাঢ্য জীবনের আলোচনা তুলে ধরেন বক্তারা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাঈনুদ্দিন বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী হাজীগঞ্জ উপজেলা তথা দেশের নরপিচাশ। তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানাই। যে পর্যন্ত ফাঁঁসি না হবে, ততক্ষণ পর্যন্ত কলঙ্কের বোঝা হয়ে থাকবে চাঁদপুর। আমরা কলঙ্কিত হয়ে বেঁচে থাকতে চাই না।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, এরই মধ্যে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর স্থাবর-অস্থাবর জব্দ করে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখে বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর প্রমুখ

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারাণ নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোকসভায় বক্তব্য রাখেন সুকোমল রায়, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, মোছাব্বির হোসেন বেলাল, ফারুখ পাঠান, সাব্বির হাসান প্রমুখ।

বাগেরহাট সংবাদদাতা জানান, মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ হতে দিনভর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্ব সর্বসাধারণের অংশগ্রহণে বের করা হয় শোকযাত্রা।

সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগণ শোকযাত্রায় অংশ নেন। 

ফায়ার সার্ভিস, সরকারি এসএম কলেজ, প্রেস ক্লাব, মোরেলগঞ্জ লতিফিয়া ফাযিল মাদ্রাসা, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, রওশনারা বালিকা বিদ্যালয়, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হুরায়রাহ্ দাখিল মাদরাসা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান শোকযাত্রায় অংশ নেয়।

শোকযাত্রা শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

নরসিংদী সংবাদদাতা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালী বের করা হয়। নরসিংদী সার্কিট হাউজ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয় শোক র‌্যালি।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিকে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আউয়ালের সভাপতিত্বে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দার, মুক্তিযুদ্ধা সংসেদের সাবেক কমান্ডার আবদুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া আলোচনায় অংশ নেন। 

পটুয়াখালী সংবাদদাতা জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় ও কালো পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং ৯.১৫ টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হারুনর রশীদ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আলী। এ ছাড়াও ডিন (পিজিএস), ডিন (কৃষি), ডিন (বিএএম), ডিন (ফিশারিজ), ডিন (ডি এম), ডিন (এলএমএ), বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, নীল দল, পবিপ্রবি ছাত্রলীগ, এম কেরামত আলী হল, শের-ই-বাংলা হল-১, শের-ই-বাংলা হল-২, কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, কর্মচারী পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাজীবপুর-রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শোক সভায় সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান রতন ও আশরাফুল ইসলাম বাবুর ওপর হামলার জন্য তীব্র নিন্দা জানান আ’লীগ সাধারণ সম্পাদক শফিউল আলম।

শেরপুর সংবাদদাতা জানান, জেলা কালেক্টরেট ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এর পরই জেলা প্রশাসক আনারকলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সাবেক এমপি ফাতেমাতুজ্জুহরা শ্যামলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী আসিফ ইমতিয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুস ছোবাহান আখঞ্জি, সহ সভাপতি আলী মতুর্জা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা ভূমি কর্মকর্তা মুন্তাসির আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, খালেদা বেগম, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।

বরিশাল সংবাদদাতা জানান, সকাল থেকে সরকারি, দলীয় ও বিভিন্ন সংগঠনের ব্যানারে দিবসটি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সদর রোডস্থ শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্নে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল সিটি মেয়র ও ১৫ আগস্টের শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি ও শহীদ সুকান্ত বাবুর ভাই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এর আগে শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শহীদ সুকান্ত বাবুর মা শাহান আরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় শোক র‌্যালি। নগরীর কালিবাড়ি রোডের শহীদ আবদুর রব সেরনিয়াবাতের বাড়িতে পরিবারের পক্ষ থেকে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। 

শোক দিবস উপলক্ষে নগরীর সোহেল চত্বরে পাবলিক স্কয়ারে এতিম ও ছিন্নমূল শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন। অশ্বিনী কুমার টাউন হলের সামনে ছিল সিটির করপোরেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া-মিলাদ। 

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর আগে প্রেস ক্লাবের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

নবাবগঞ্জ (দোহার) সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন  ও স্থানীয় আওয়ামী লীগের উদ্যেগে শোক র‌্যালি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে শোকসভায় অংশ নেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুহাম্মদ গোলাম নবী শেখ, মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন জুয়েল, সামছুল হক, জালাল উদ্দিন রুমি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রানা প্রমুখ।

এসএমএম

আরও পড়ুন