• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৬:২২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩, ২০২১, ০৬:২২ পিএম

সরকার ‘অধমর্ণের বাজেট’ উপহার দিয়েছে: মঈন খান

সরকার ‘অধমর্ণের বাজেট’ উপহার দিয়েছে: মঈন খান

সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, “স্বাধীনতার ৫০ বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে যা হলো একটি ‘অধমর্ণের বাজেট’।”

বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবদুল মঈন খান এ কথা বলেন। 

আবদুল মঈন খান বলেন, “মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ, অর্থাৎ এক তৃতীয়াংশের বেশিই হল ঘাটতি যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে।”

সাবেক পরিকল্পনামন্ত্রী বলেন, “বিএনপি অতীতে এদেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বার বার বের করে আনার চেষ্টা করেছে। আর আওয়ামী লীগ তাদের বিশৃংখল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বার বার বৈদেশিক নির্ভর করে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারের বাজেট তারই চরম বহিপ্রকাশ।”