• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৪:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০২১, ০৪:৫২ পিএম

প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মেসবাহ কামাল

প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মেসবাহ কামাল

অধ্যাপক ড. মেসবাহ কামাল সম্প্রতি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন।

সোমবার (১৪ জুন) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ড. মেসবাহ কামাল পিপলস্ হিস্ট্রি রিসার্স ইন্সটিটিউট এর প্রেসিডেন্ট এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কালেকটিভ (আরডিসি) এর চেয়ারপার্সন। তিনি ভারতের জহরলাল নেহেরুবিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া, তিনি তার কর্মজীবনের শুরুর দিকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও যুক্ত ছিলেন।

অধ্যাপক ড. মেসবাহ কামাল দেশে ও বিদেশে ৪০ বছরেরও অধিক সময়কালীন শিক্ষকতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন। তার ২৯টি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও শতাধিক আর্টিক্যাল এবং বুক চ্যাপ্টার জাতীয় ও আন্তর্জাতিক রিসার্চ জার্নালে ও বইয়ে প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে তিনি পিপলস্ হিস্ট্রি বিষয়ক গবেষণার জন্য ভারতের আচার্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক অর্জন করেন। তিনি কলকাতা থেকে প্রকাশিত জার্নাল অব কোলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজ এবং দিল্লী থেকে প্রকাশিত দলিত ভয়েস জার্নালের এর এডিটোরিয়াল সদস্য ছিলেন।

ইথনিসিটি ও মার্জিনালিটি বিষয়ে অধ্যাপক ড. মেসবাহ কামাল দেশের অন্যতম টেকানক্যাল এক্সপার্ট।