• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৭, ২০১৯, ০৬:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০১৯, ০৬:৩৯ পিএম

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ ছবি : জাগরণ

উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ। রোববার (৭ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকারের পরিচালিত উখিয়ার  ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

রোববার বেলা ১১টার দিকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বালুখালী ও থাইংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকারের অনুদানে গড়ে ওঠা ত্রাণকেন্দ্র, স্কুলসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, সকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উখিয়া কলেজ-সংলগ্ন তাদের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। পরে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন এবং সে দেশের অর্থায়নে পরিচালিত রোহিঙ্গা শিশুদের স্কুল ও ত্রাণকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ তিন দিনের সফরে ৬ জুলাই বাংলাদেশে এসেছেন।

এনআই

আরও পড়ুন