• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ০৫:০৭ পিএম

ছেলে ধরা সন্দেহে নারী আটক

ছেলে ধরা সন্দেহে নারী আটক

কক্সবাজারের মহেশখালীতে ছেলে ধরা সন্দেহে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। শনিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী চালিয়াতলী চিতাখোলা নামক স্থানে স্থানীয় ৬-৭ বছরের এক ছেলেকে পাকড়াও করে ধরে গলা টিপে ধরেন। একপর্যায়ে তাকে গলায় নখ দিয়ে মারাত্মক আঘাত করলে ছেলেটি চিৎকার দেয়। তার চিৎকারে অদূরে থাকা লোকজন এগিয়ে যায়। লোকজন এগিয়ে গেলে ওই নারী পালাতে চেষ্টা করেন। তবে তাকে পাকড়াও করে ধরে আটকে রাখে লোকজন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে কালারমারছড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ওই নারীর নখের আঘাতে আহত হয়েছে ছেলেটি।

জানা গেছে, ওই নারী নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছে। সে জানিয়েছে, তার মানসিক সমস্যা রয়েছে। সে কারণে কুতুপালং ক্যাম্প থেকে বের হয়ে ঘুরতে ঘুরতে সেখানে চলে এসেছে।

এনআই

আরও পড়ুন