• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ১০:২৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০১৯, ১০:২৪ পিএম

সাকিবের নিষেধাজ্ঞায় ফুঁসছে মাগুরা

সাকিবের নিষেধাজ্ঞায় ফুঁসছে মাগুরা

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধের ঘোষণায় ক্ষোভে ফুঁসছে তার নিজ জেলা মাগুরার মানুষ। গণমাধ্যমে বিষয়টি জানার পর বিভিন্ন স্তরের মানুষ এটির প্রতিবাদে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। 

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে সর্বস্তরের মাগুরাবাসীর ব্যানারে মানববন্ধনের ডাক দিয়েছে। সাকিব ষড়যন্ত্রের শিকার, পাশাপাশি এটি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার যড়যন্ত্র বলে মন্তব্য করেছেন অনেকে।

মাগুরা নতুন বাজার সাহাপাড়ায় সাকিবের বাড়িতে স্বজনেরা এ সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েছেন। হয়েছেন মর্মাহত।

সাকিবের বাবা মাশরুরর রেজা কুটিল এ বিষয়ে বলেন, ‘আমার ছেলে এমন কোনো অপরাধ করেনি যে তাকে এমনভাবে নিষিদ্ধ করা হবে। আশা করি, বিষয়টি পুনর্বিবেচনা করবে আইসিসি।’

ক্রীড়া সংগঠক বারিক আনজান বারকি বলেন, ‘আমি মনে করি, সাকিব আল হাসান ষড়যন্ত্রের শিকার। আমরা এটি কিছুতেই মানব না। আইসিসির কাছে আবেদন, এটি প্রত্যাহার করা হোক।’

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন বলেন, ‘সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পরিকল্পনা চলছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই। সে জুয়াড়ির প্রস্তাব তো আর গ্রহণ করেনি। তাহলে এটি গোপন করায় কেন এত বড় শাস্তি তাকে দেয়া হবে। আইসিসির কাছে এটি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি আমরা।’

এনআই

আরও পড়ুন