• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২০, ০৮:৫১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২০, ০৮:৫৩ পিএম

মাগুরা শহরের প্রবেশ মুখে বসানো হলো জীবানুণাশক স্প্রে টানেল

মাগুরা শহরের প্রবেশ মুখে বসানো হলো জীবানুণাশক স্প্রে টানেল
শহরে প্রবেশ মুখে টানেল দু’টি স্থাপন করা হয়েছে ● জাগরণ

কোভিড-১৯ প্রতিরোধে মাগুরায় জীবানুনাশক ২টি টানেল বসানো হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) মাগুরা শহরের প্রবেশমুখ পৌরসভার ভায়না মোড় ও ঢাকা রোড এলাকায় ওই ২টি টানেল জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

ব্যক্তি, মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান-রিকশা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে স্প্রে এর মাধ্যমে জীবাণুমুক্ত করা হচ্ছে।

মাগুরা পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান দৈনিক জাগরণকে জানান, দেশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধ করতে বাংলাদেশের এই প্রথম এ ধরনের উদ্যোগ নেয়া হলো। শহরে প্রবেশ মুখে টানেল দু’টি স্থাপন করা হয়েছে।

মাগুরা পৌরসভার অর্থায়নে টানেল নির্মাণে  কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শহরে প্রবেশ ও বের হওয়ার সময় সব ব্যক্তি, মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান-রিকশা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে। জীবনাণুমুক্ত করতে পানির সাথে ডিটারজেন্ট ও ক্ষার জাতীয় মেডিসিন ব্যবহার করা হচ্ছে।

এসএমএম

আরও পড়ুন