• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০, ০৯:৩২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২০, ০৯:৩৪ পিএম

সুস্থ হওয়ার ১২ দিনের মাথায় গাইবান্ধায় আবারও আক্রান্ত ১ জন

সুস্থ হওয়ার ১২ দিনের মাথায় গাইবান্ধায়  আবারও আক্রান্ত ১ জন

গাইবান্ধায় প্রথম কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় গত ২২ মার্চ (রোববার)। আমেরিকাপ্রবাসী মা ও ছেলে এক সাথে কোভিড আক্রান্ত হয়। পরে তাদের গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।

পরিপূর্ণ চিকিৎসা শেষে ১০ এপ্রিল (শুক্রবার) মা ও ছেলে (২২) দু’জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু সুস্থ হবার ১২ দিনের মাথায় আবারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এবার মা নন, আক্রান্ত হয়েছেন ২২ বছরের ছেলে।

এই খবর নিশ্চিত করেছেন গাইবান্ধা কোভিড কন্ট্রোল রুম থেকে ডা. মরিয়ম। 

তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের পুনরায় আক্রান্ত হবার রিপোর্ট আসে। তাকে আবার আইসোলেশনে রেখে  চিকিৎসা দেয়া হচ্ছে। 

গাইবান্ধায় ১৪ জনের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১ জন আক্রান্তের সংস্পর্শে থাকায় বর্তমানে  আইসোলেসনে আছেন ১২ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৫ জনকে। এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন