• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০২০, ১০:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২০, ১০:২০ পিএম

জ্বর-কাশি ও শ্বাসকষ্টে ৩ জনের মৃত্যু

জ্বর-কাশি ও শ্বাসকষ্টে ৩ জনের মৃত্যু
ফাইল ছবি

জ্বর-কাশি ও শ্বাসকষ্টে ৩ জেলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে)  জেলা সিভিল সার্জনরা এসব তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষার জন্য নিহতদের মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জয়পুরহাটের পাঁবিবিতে মৃত্যু হয়েছে এক গার্মেন্টস কর্মীর। তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন। মঙ্গলবার (৫ মে) জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে স্ত্রীসহ নিজ গ্রামে গেলে গ্রামবাসীদের বাধার মুখে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। সেখান থেকেও গ্রামবাসীরা স্ত্রীসহ তাকে বের করে দেয়। পরে স্থানীয় চেয়াম্যানের মধ্যস্থতায় এক স্কুলঘরে আশ্রয় পান তারা। সেখানেই গতরাতে তার মৃত্যু হয়।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি কাশি, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগছিলেন।

নোয়াখালীর হাতিয়ায় কাশি, শ্বাসকষ্টে এক তরুণীর মৃত্যু হয়েছে। তারা করোনা আক্রান্ত ছিলেন কি না পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন