• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২০, ০৩:২০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২০, ০৩:২০ পিএম

কোভিড-১৯

ইউএনও এবং ওসিসহ নেত্রকোনায় আরও ১১জন আক্রান্ত

ইউএনও এবং ওসিসহ নেত্রকোনায় আরও ১১জন আক্রান্ত

নেত্রকোনার এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও ১১জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

সোমবার (১১ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় তাঁদের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট ৮৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

আক্রান্তদের মধ্যে কেন্দুয়ায় ৬ জন, বারহাট্টায় ৩ জন, আটপাড়ায় একজন ও মদনে একজন। 

জেলা সিভিল সার্জনের কাযালয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল জেলায় প্রথম দুজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। সোমবার রাত নয়টা পযন্ত ৮৫ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন। তাঁরা একই উপজেলায় কর্মরত। 

নেত্রকোনার সিভিল সার্জন তাজুল ইসলাম খান দৈনিক জাগরণকে জানান, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৬ জন। সুস্থদের মধ্যে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক রয়েছেন। 

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, শনিবার (৯ মে) ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার রাতে হাসপাতালে নমুনা পরীক্ষা করা হলে প্রতিবেদনে পজেটিভ আসে। 

এসএমএম

আরও পড়ুন