• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২০, ০৮:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২০, ০৮:৩৩ পিএম

কুতুপালংয়ে ১৩০০ রোহিঙ্গার ঘর লকডাউন

কুতুপালংয়ে ১৩০০ রোহিঙ্গার ঘর লকডাউন
ফাইল ছবি

আরও ৩ জন রোহিঙ্গার শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুই দিনে রোহিঙ্গা ক্যাম্পে ৪ জন করোনা আক্রান্ত হল।

বৃহস্পতিবার (১৩ মে) করোনা আক্রান্ত রোহিঙ্গা নূরুল আলম (৩৫) এর অবস্থান করা ক্যাম্পের একটি ব্লক লকডাউন করে দেয়া হয়েছে। এ ব্লকে ১ হাজার ২৭৫ টি রোহিঙ্গা পরিবারের কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার (১৫ মে) ১৮৪ জনের নমুনা টেস্টে ২১ জনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে।

রামুর ২ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে। 

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পজেটিভ আসা ২১ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ১ জন, চকরিয়ায় ১৫ জন, পেকুয়ায় ১ জন, কুতুবদিয়ায় ১ জন এবং রোহিঙ্গা শরণার্থী ৩ জন।

কুতুবদিয়া উপজেলায় প্রথম ১ জন করোনা শনাক্ত হয়েছে।  ইতিমধ্যে মোট ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এসএমএম

আরও পড়ুন