• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ১০:৪৩ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০২২, ১০:৪৩ এএম

বগুড়ায় বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

বগুড়ায় বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

বগুড়ায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ সানোয়ার হুসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে বনানী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানোয়ার পঞ্চগড়ের তেতুলিয়া ডাংগাপাড়া এলাকার হযরত আলীর ছেলে। 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে বনানী মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে অভিযান পরিচালনা করে সানোয়ার হুসেনকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, মোবাইল ও টাকাসহ গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জাগরণ/আরকে