• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৯:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০২১, ০৯:৪৫ পিএম

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সোহেল তিনদিনের রিমান্ডে

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সোহেল তিনদিনের রিমান্ডে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেপ্তার সোহেল ওরফে শফিউল্লাহর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুন) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়৷ এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপরিদর্শক (নিরস্ত্র) টিটু চন্দ্র ঘোষ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামির সাতদিনের রিমান্ড নিতে আবেদন করেন।

এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুল রোডের একটি দোকান থেকে মো. সোহেলকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, বেশকিছু উগ্রবাদী মতাদর্শের বই ও চারটি ডায়েরি জব্দ করা হয়েছে।

এই ঘটনায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপরিদর্শক (নিরস্ত্র) আল আমিন বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।