• ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৮:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০২১, ০৮:২৯ পিএম

গুলশানে সুইমিংপুলের পাশে নারীর লাশ

গুলশানে সুইমিংপুলের পাশে নারীর লাশ

রাজধানীর গুলশানের একটি বহুতল ভবনের সুইমিংপুলের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) বিকেলে গুলশান-২-এর ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির সুইমিংপুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম ইসরাত জেবিন মিতু। তিনি একটি আবাসন কোম্পানির পরিচালক।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই রনি জানান, একটি ১২তলা ভবনের সুইমিংপুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ওই নারী ওপর থেকে নিচে পড়েছেন। কীভাবে পড়েছেন তার তদন্ত চলছে। ইসরাত জেবিন মিতুর স্বামী নাইম আহম্মেদ একটা ডেভেলপার কোম্পানির পরিচালক। মিতুও ওই কোম্পানির পরিচালক ছিলেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।