• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৭:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২২, ০৭:০৮ পিএম

শরীফের বিরুদ্ধে বিভাগীয় মামলা স্থগিত

শরীফের বিরুদ্ধে বিভাগীয় মামলা স্থগিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ৩টি বিভাগীয় মামলা স্থগিত করেছে সংস্থাটি। আজ মঙ্গলবার (১ মার্চ) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এ কথা জানান সংস্থাটির সচিব মাহবুব হোসেন।

সচিব বলেন, শরীফ উদ্দিনের বিরুদ্ধে চলমান ৩টি বিভাগীয় মামলা স্থগিত করা হয়েছে। একজন দুদক কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতির পর বিভাগীয় মামলা চলতে পারে না। বিধি অনুযায়ী তা সম্ভব নয়। তাই সব মামলা স্থগিত করা হয়েছে।

এর আগে গত রোববার শরীফ উদ্দিন চাকরি ফিরে পাওয়ার বিষয়ে একটি আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানতে চাইলে দুদক সচিব বলেন, ‘চেয়ারম্যান মহোদয় ও আমার কাছে একটি আবেদন দিয়েছেন জনাব শরীফ। এ বিষয়ে কমিশনে আলোচনা হবে। বিধি মোতাবেক সিদ্ধান্ত নিয়ে তবেই জানাতে পারব।’

ইউএম