• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ১২:৪৫ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৯, ২০২২, ১২:৪৫ এএম

আয়োজন করে সয়াবিন তেল চুরি

আয়োজন করে সয়াবিন তেল চুরি
সংগৃহীত ছবি

টাকা চুরি হয়, স্বর্ণ-অলঙ্কার চুরি হয় কিন্তু তেল চুরি!

একটি, দুটি নয় রীতিমতো ১১টি তেল ভর্তি ড্রাম চুরির ঘটনা ঘটেছে শরীয়তপুর সদরে।

যা ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে। তবে চারদিনেও জড়িতদের ধরতে পারেনি পুলিশ।

ভোজ্য তেলের দাম যখন উর্ধ্বমুখী। চলছে বাজারে তেল সংকটের গুঞ্জন। এমন সময় শরীয়তপুরে হয়েছে তেল চুরি। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে শনিবার (৫ মার্চ) মধ্যরাতে আঙগারিয়া বন্দরে একটি ভোজ্য তেলের দোকানের সামনে থামে কাভার্ডভ্যান। 

সেখানে থেকে নেমে আসেন ছয় থেকে সাতজনের একটি দল। দোকানের সামনে থাকা তেলের ড্রাম ভ্যানে তুলে তারা। একটি, দুটি নয় নিয়ে যায় ১১টি তেলের ড্রাম। 

সিসিটিভিতে চোর চক্রের সদস্যরা শনাক্ত হলেও চারদিনেও জড়িতদের ধরতে পারেনি পুলিশ। এতে চুরির ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা ব্যবসায়িদের।

পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে চোর শনাক্ত ও দ্রুত গ্রেফতার করা হবে।

জাগরণ/অপরাধ/এসএসকে