• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১০, ২০২১, ০২:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২১, ০৩:৫৪ পিএম

খুলনার ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

খুলনার ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন কর্মকর্তা জানান, করোনাভাইরাসের কারণে আবারও নির্বাচন স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতিও শেষ করা হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচনগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান,  প্রথম ধাপের ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোট হবে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে ১১ এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে তা স্থগিত করা হয়।

খুলনা জেলায় ৯টি উপজেলায় ৬৮টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আসন্ন ইউপি নির্বাচনের প্রথম ধাপে খুলনার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নে ভোট হবে।

ইউনিয়নগুলো হলো 

বটিয়াঘাটা: বালিয়াডাঙ্গা, গঙ্গারামপুর ও আমিরপুর।

পাইকগাছা: কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়াইখালী।

কয়রা: কয়রা সদর, মহারাজপুর, মহেশ্বরীপুর, উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, আমাদি ও বাগালী।

দাকোপ: দাকোপ সদর, পানখালী, সুতারখালী, লাউডোব, কৈলাসগঞ্জ, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা।

দিঘলিয়া: গাজীরহাট, বারাকপুর, সেনহাটি, দিঘলিয়া, আড়ংঘাটা ও যোগীপুল।