• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৩:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২১, ০৪:২০ পিএম

ঢাকা সিলেট কুমিল্লায় উপনির্বাচন ২৮ জুলাই

ঢাকা সিলেট কুমিল্লায় উপনির্বাচন ২৮ জুলাই

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে উপনির্বাচনের নতুন তারিখ জানানো হয়।  

নির্বাচন কমিশনের বৈঠক শেষে কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, করোনা পরিস্থিতির অবনতির কারণে পূর্বঘোষিত ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৮ জুলাই এসব আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে লক্ষীপুর-২ আসনের নির্বাচন পূর্বনির্ধারিত সময় আগামী ২১ জুনই অনুষ্ঠিত হবে।

এদিকে ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এখানে আগামী ২১ জুন ভোট হওয়ার কথা ছিল। এছাড়া নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে ৯টির ভোট স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের মধ্যে আছে- বাগেরহাটের ৬৮টি, খুলনার ৩৪টি, সাতক্ষীরার ২১টি, নোয়াখালীর ১৩টি, চট্টগ্রামের ১২টি এবং কক্সবাজারের ১৫টি।

নির্বাচন কমিশন কর্মকর্তা জানান, ১৬৩টি স্থগিত হলেও বাকি ২০৪টিতে ভোট যথাসময়ে হবে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন (বুধবার)। এরপর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ জুন (বৃহস্পতিবার)।

এর আগে ২ জুন বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৪ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন