• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২২, ২০২১, ১২:২৭ এএম
সর্বশেষ আপডেট : জুন ২২, ২০২১, ১২:২৭ এএম

পাপুলের আসনে জয়ী আ. লীগের নূরউদ্দিন

পাপুলের আসনে জয়ী আ. লীগের নূরউদ্দিন
নূরউদ্দিন চৌধুরী নয়ন

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়ন।

তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার (২১ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য জানান।

নৌকা প্রতীকে নূরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট। 

এরআগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়।

কুয়েতে মানব ও অর্থপাচার মামলায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। 

জাগরণ/এমএ