• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৯:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০১৯, ০৯:২৬ পিএম

১৯ বছরের ডেঙ্গু পরিস্থিতি

২৪ ঘণ্টায় রোগী ভর্তিতে নতুন রেকর্ড, আক্রান্ত ৮২৪জন

২৪ ঘণ্টায় রোগী ভর্তিতে নতুন রেকর্ড, আক্রান্ত ৮২৪জন
ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন - ছবি সংগৃহীত

২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তিতে নতুন রেকর্ড হয়ে গেল। গত ২৪ ঘণ্টায় (২৭ জুলাই রাত ৮টা থেকে ২৮ জুলাই সকাল ৮টা) পর্যন্ত ৮২৪ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৯ বছরের মধ্যে একদিনে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা এটাই সবচেয়ে বেশি।

এর আগে ১৯ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তির রেকর্ড ছিল ২৬ জুলাই রাত ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়। এদিন ৬৮৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্ত ৮২৪জন নিয়ে এ বছর (২৮ জুলাই পর্যন্ত) ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা গড়ালো ১১ হাজার ৪৩ জনে। বর্তমানে ভর্তি আছেন- ২৬৩৯জন।

প্রাপ্ত তথ্যে দেখা যায়- নতুন আক্রান্ত ৮২৪জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৬জন, মিটফোর্ড হাসপাতালে ৭২জন, ঢাকা শিশু হাসপাতালে ২৬জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৭জন, বারডেম হাসপাতালে ১৭জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৯জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২১জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭জন, পিলখানাস্থ বিজিবি হাসপাতালে ৬জন ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ওই ২৪ ঘণ্টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬জন, ইবনে সিনা হাসপাতালে ৮জন, স্কয়ার হাসপাতালে ১৬জন, সেন্ট্রাল হাসপাতালে ২৮জন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭জন, ইসলামী  ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১১জন, ইউনাইটেড হাসপাতালে ১২জন, খিদমা হাসপাতালে ৫জন, অ্যাপোলো হাসপাতালে ১১জন, আদ দ্বিন মেডিকেল কলেজ হাসপাতালে ২০জন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ৬জন, সালাউদ্দিন হাসপাতালে ৮জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ২০জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও চিকিৎসক আয়েশা আক্তার।

ডেঙ্গুতে এ বছর জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ৮জনের মৃত্যুর খবর সরকারিভাবে বলা হলেও গণমাধ্যমে তথ্য অনুযায়ী- প্রায় ২০জনের মৃত্যু ঘটেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টাতেই ঢাকা বিভাগে (শহর ব্যতীত) ৩৬, চট্টগ্রাম বিভাগে ৩৬, খুলনা বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৫৭জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

একই সঙ্গে গত জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশজুড়ে (ঢাকা শহর ব্যতীত) ৬১১জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫১ জন ঢাকা বিভাগে (শহর ব্যতীত), ১৭৯জন চট্টগ্রাম বিভাগে, ৯৬জন খুলনা বিভাগে, ১৩৭জন রাজশাহী বিভাগে, ৩৫জন বরিশাল বিভাগে, ১৩জন সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে ৬ বিভাগের (ঢাকা শহর ব্যতীত) ২৮২জন স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

আরএম/বিএস 
 

আরও পড়ুন