• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ১২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ১২:৩২ পিএম

আদালতে খুন : নিরাপত্তা চেয়ে বিচারকপত্নীর রিট

আদালতে খুন : নিরাপত্তা চেয়ে বিচারকপত্নীর রিট

আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার (১৭ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

মঙ্গলবার (১৬ জুলাই) এক বিচারকের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট দায়ের করেন।

গতকাল সোমবার কুমিল্লা আদালতে বিচারকের সামনে হত্যা মামলার এক আসামি অপর আসামির ছুরিকাঘাতে খুন হওয়ার পরিপ্রেক্ষিতে এই রিট করেন আইনজীবী।

গণমাধ্যমকে ইশরাত হাসান বলেন, গতকাল আদালত কক্ষে বিচারকের সামনে যেভাবে হত্যা করা হয়েছে, একজন বিচারকের স্ত্রী হিসেবে এ ঘটনায় আমি উদ্বিগ্ন। এ কারণে আমি সমগ্র আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছি।

রিটে মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য কুমিল্লা আদালতে হত্যা মামলার এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে খুন করেন। কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত যুবকের নাম ফারুক হোসেন (২৭)। অভিযুক্ত আবুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


এমএ/টিএফ
 

আরও পড়ুন