• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৩:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০২২, ০৯:৪২ পিএম

হলমার্ক কেলেঙ্কারি

জেসমিনকে জামিন দেননি হাইকোর্ট

জেসমিনকে জামিন দেননি হাইকোর্ট

জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। 

৩০ আগস্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ জেসমিনের আবেদন খারিজ করে দেন। 

আদালতে জেসমিন ইসলামের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও  দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। 

পরে আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট ২০১৯ সালের ১০ মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।’

একই বছরের ১৬ জুন আপিল বিভাগ জেসমিনের জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এরপর তিনি আত্মসমর্পণ করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত জামিন না দিয়ে রুল জারি করেন। 

ওই রুলের শুনানি শেষে তা খারিজ করে মঙ্গলবার রায় দেন হাইকোর্ট।