• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৩:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০২১, ০৩:৫৬ পিএম

মুনিয়ার মৃত্যু

ষড়যন্ত্রমূলক মামলা থেকে বসুন্ধরা এমডিকে অব্যাহতি

ষড়যন্ত্রমূলক মামলা থেকে বসুন্ধরা এমডিকে অব্যাহতি
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। ফাইল ছবি

আত্মহত্যা প্ররোচনার মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্তে সায়েম সোবহান আনভীরের সম্পৃক্ততা পাওয়া যায়নি উল্লেখ করে গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে গুলশান থানা পুলিশ।

সেই প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে গত মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। সেদিন সকালে মামলার বাদী নুসরাত জাহান তানিয়ার পক্ষে আইনজীবী মাসুদ সালাউদ্দিন চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন। ওই আবেদনের ওপর শুনানি শেষে বিচারক নথি পর্যালোচনায় আদেশের জন্য বুধবার দিন রাখেন। পরে গতকাল বিকেলে নারাজির আবেদন নাকচ করে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদেশ দেয় আদালত। আদেশে বসুন্ধরা গ্রুপের এমডিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ২৬ এপ্রিল গুলশানের একটি বাড়িতে মারা যান মুনিয়া। মৃত্যুর পরপরই তার বোন নুসরাত জাহান আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গুলশান থানায় মামলা করেন। প্রায় তিন মাসের তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

জাগরণ/এমএইচ