রাবির নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ০৭:১২ পিএম রাবির নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ
নতুন নিয়োগ পাওয়া তিন সহকারী প্রক্টর এ কে এম মাহমুদুল হক, মো. মনিরুজ্জামান ও মো. সুমন হোসেন ছবি : জাগরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টররা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম মাহমুদুল হক, আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক মো. সুমন হোসেন। আগামী এক বছরের জন্য এই পদে তারা দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, সহকারী প্রক্টর রওশন জাহিদ, ড. জাহিদুল ইসলাম যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ হবিবুর রহমান হলে প্রাধ্যক্ষ পদে এবং নূরে আলমকে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সভাপতি পদে নিয়োগ দেওয়ায় নতুন এই তিন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগের চিঠি দেওয়া হয়েছে। আগামী ১১ জুলাই তারা যোগদান করতে পারেন।

এনআই

আরও সংবাদ