• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০১৯, ০৭:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৪, ২০১৯, ০৭:৫৮ পিএম

রাজশাহীতে ছাত্রের হাত বিচ্ছিন্নের ঘটনায় বাসচালক গ্রেফতার

রাজশাহীতে ছাত্রের হাত বিচ্ছিন্নের ঘটনায় বাসচালক গ্রেফতার
ছবি : সংগৃহীত

ট্রাকের ধাক্কায় বাসযাত্রী রাজশাহী কলেজের ছাত্র ফিরোজ হোসেনের (২৫) হাত বিচ্ছিন্ন হয়। পুলিশ সেই ট্রাককে জব্দ করেছে। আর ফিরোজ যে বাসের যাত্রী ছিলেন, তার চালককেও গ্রেফতার করেছে পুলিশ। দুটি গাড়িই বেপরোয়া গতিতে চলছিল বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে আরএমপির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার।

গ্রেফতারকৃত বাসচালকের নাম ফারুক হোসেন সরকার (৩৯)। রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামে তার বাড়ি। ফারুকের বাবার নাম আতাহার আলী সরকার। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুঠিয়া বাজার থেকে ফারুককে গ্রেফতার করা হয়।

পুলিশ কমিশনার জানান, যে ট্রাকের সঙ্গে বাসের ঘর্ষণ লেগেছিল, সেটিকেও বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে জব্দ করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর উপরভদ্রা এলাকার একটি ওয়ার্কশপ থেকে ট্রাকটি জব্দ করা হয়।

এর আগে গত শনিবার (২৯ জুন) দিবাগত রাতে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে ‘মোহাম্মদ পরিবহন’ নামের ওই বাসকে (ঢাকা মেট্রো-ব ১৫-০৪৬২) জব্দ করা হয়। তবে সেদিন বাসের সঙ্গে চালককে পাওয়া যায়নি।

এনআই

আরও পড়ুন