ময়মনসিংহে ভবঘুরে ও ভিক্ষুকরা বেকায়দায়

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ১১:৩১ এএম ময়মনসিংহে ভবঘুরে ও ভিক্ষুকরা বেকায়দায়

গলাকাটা সন্দেহে মারপিট ও জীবননাশের ভয়ে ময়মনসিংহে ভবঘুরে ও ভিক্ষুকদের দৌরাত্ম্য কমেছে। এক সময় বাসস্টেশন রেলস্টেশনসহ গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে ভবঘুরে ও ভিক্ষুকের দেখা যেত। সারাদেশে গলাকাটা নিয়ে গণপিটুনী ও হত্যার ঘটনার পর থেকে তাদের বিচরণ কমেছে। 

নাম প্রকাশে  অনিচ্ছুক এক ভিক্ষুক জানান, কাল্লাকাটা নিয়ে আমরা বড় বেকায়দায় আছি। কোথাও ভয় ভয় লাগে। এ কারণে আগের মত আর কোথাও যাই না। 
এরই মধ্যে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে মাইকিং বাজারে বাজারে পুলিশিং কমিটি মাধ্যমে আলোচনা সভা চলছে। 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, পুলিশিং কমিটির মাধ্যমে জনসভা চলছে। জনসভায় আতংকিত না হওয়ার জন্য ও  সন্দেহভাজনকে পুলিশে সোপর্দ করার জন্য বলা হচ্ছে। 

কেএসটি

আরও সংবাদ