• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ১০:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০১৯, ১০:১০ পিএম

কেরানীগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

কেরানীগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

কেরানীগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে আহত এক ব্যক্তি (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছ্নে। 

রোববার ( ২১ জুলাই) রাত সোয়া ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকালে খোলামোড়া ঘাট এলাকায় থেকে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ও ওই এলাকায় ইউপি মেম্বার নিত্য সরকার তাকে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মারা যান।

মেম্বার নিত্য সরকার মুঠোফোনে জানান, খোলামোড়া ঘাট এলাকায় স্কুলের সামনে শিশু চোর সন্দেহে ওই লোকটিতে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে সাথে নিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মিডফোর্ড হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ব্যক্তির পরিচয় মেলে নি। 

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এইচএম/এসএমএম

আরও পড়ুন