স্বর্ণালংকারসহ ৪ লক্ষাধিক টাকা লুট

কবি শেখর বরনের বরগুনার বাড়িতে ডাকাতি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৭:৩৭ পিএম কবি শেখর বরনের বরগুনার বাড়িতে ডাকাতি
কবি শেখর বরন দাশের বাড়ির এই গ্রিল কেটেই ঘরে ঢোকে ডাকাতরা  -  ছবি : জাগরণ

বরগুনা পৌর এলাকার স্টাফ কোয়ার্টার রোড কড়ইতলায় প্রখ্যাত কবি শেখর বরন দাশের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।

গত ৭ জুলাই দিবাগত রাত আড়াইটায় ওই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জুলাই বরগুনা থানায় অজ্ঞাত তিন ডাকাতকে আসামি করে মামলা করেছেন কবি শেখর।

মামলা সূত্রে জানা গেছে, শেখর বরন দাশ চাকরিসূত্রে ঢাকায় বসবাস করেন। বাড়িতে তার মা, বোন ও প্রতিবন্ধী এক ভাগনে থাকেন। ৭ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশধারী তিন ডাকাত গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে বেঁধে ফেলে। পরে ডাকাতরা বাড়িটির দুটি কক্ষ থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকা লুট করে। ডাকাতরা শেখরের মা শিলা রানী দাশের কানের দুল টেনে নিলে তার কানের লতি ছিঁড়ে তিনি গুরুতর জখম হন।

ডাকাতদের হাতে আহত কবি শেখরের মা শিলা রানী দাশ  -  ছবি : জাগরণ

খবর পেয়ে ঢাকা থেকে পরদিন ৮ জুলাই বরগুনায় ফিরে থানায় অজ্ঞাত তিন ডাকাতকে আসামি করে থানায় মামলা করেন কবি শেখর। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, পৌর এলাকায় কবি শেখরের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এনআই

আরও সংবাদ