চট্টগ্রামে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে আহত ২

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০১:০৭ পিএম চট্টগ্রামে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে আহত ২

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। চট্টগ্রামের হাটাহাজারী ফতেয়াবাদ ছড়ারকুল রেলক্রসিং এ ট্রেন ও স্কুল শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার (২৪ জূলাই) সকালে দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ছড়ারকুল পশ্চিমের গেটম্যানের অবহেলায় দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, রওশন গ্রামার স্কুলের গাড়ি চালক স্কুলের শিক্ষার্থীদের আনার জন্য যাচ্ছিলেন। ছড়ারকুল ক্রসিংয়ে গেটম্যানের কোন সিগন্যাল না পেয়ে রেল লাইনের উপরে মাইক্রোবাসটি পার হওয়ার চেষ্টা করে। ঠিক একই সময়ে নাজিরহাট থেকে ছেড়ে আসা বিপরীত মুখ ট্রেনের সঙ্গে স্কুলবাসটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় স্কুলে বাসে শিক্ষার্থীরা না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাই। তবে গাড়িতে থাকা চালক ও স্কুলটির আয়া গুরুতর আহত হয়। দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

কেএসটি

 

আরও সংবাদ