গাইবান্ধায় মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯, ১১:৫৫ এএম গাইবান্ধায় মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেলুরপাড়ায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি ড্রাইভারসহ ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সদরের খোলাহাটি ইউনিয়নের ঠাকুরেরদিঘির ভেলুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক খোরশেদ মিয়া সদরের খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার গ্রামের মজনু মিয়ার ছেলে ও যাত্রী রোমান ইসলাম (২০) লক্ষ্মীপুর ইউনিয়নের বকসীখামার গ্রামের মো.আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ভেলুর পাড়া এলাকায় সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক খোরশেদ মিয়া (২৫) ও যাত্রী রোমান ইসলাম (২০) গুরুতর আহত হন। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত ৪ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.শাহরিয়ার বলেন, দুর্ঘটনার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

একেএস

আরও সংবাদ