মিরসরাইয়ে ঝরনায় গোসল করতে গিয়ে যুবক নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯, ০৭:১৮ পিএম মিরসরাইয়ে ঝরনায় গোসল করতে গিয়ে যুবক নিহত
রূপসী ঝরনার ৩০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয় মেহেদি হাসানের মরদেহ - ছবি : জাগরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মেহেদি হাসান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের রূপসী ঝরনায় এই ঘটনা ঘটে। সকাল ১০টায় রূপসী ঝরনার নিচে ৩০ ফুট গভীরে চলে যাওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে মেহেদী হাসানের লাশ উদ্ধার করেন ডুবুরিরা।

মেহেদী হাসান রংপুর জেলার ডমুর এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি চট্টগ্রামের  ইপিজেডে একটি কারখানায় চাকরি করতেন। বন্ধুদের নিয়ে তিনি বৃহস্পতিবার সকালে মিরসরাইয়ের রূপসী ঝরনায় গোসল করতে যান।

রূপসী ঝরনায় যুবক ডুবে যাওয়ার খবর পেয়ে শুরুতেই অভিযানে যান মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর চট্টগ্রাম থেকে যোগ দেয় ৪ সদস্যের একটি ডুবুরি দল। দুপুর ১টায় সেখানে পৌঁছানোর পর অভিযান শুরু করে তারা। দুপুর দেড়টার দিকে ৩০ ফুট নিচ থেকে মৃত অবস্থায় মেহেদীর লাশ উদ্ধার করা হয়।

চার সদস্যের ডুবুরি দলের নেতা আকতার হোসেন মেহেদী হাসানের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই

আরও সংবাদ