• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯, ০৭:২২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৪, ২০১৯, ০৭:২২ পিএম

ঈদের ছুটিতে এসে প্রাণ গেল বিজিবি জোয়ানের

ঈদের ছুটিতে এসে প্রাণ গেল বিজিবি জোয়ানের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বিজিবির সদস্য রবিউল করিম  -  ছবি : জাগরণ

শেরপুর জেলা শহরের চাপাতলীতে ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছুটিতে আসা বিজিবির সদস্য রবিউল করিম (৩২) মারা গেছেন। বুধবার (১৪ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার ডুবারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ৭ বিজিবির বাজুছড়া খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। তার স্ত্রী জেলা শহরের চাপাতলীতে ভাড়া বাসায় বসবাস করেন। ১৭ দিন আগে তাদের ছেলেসন্তানের জন্ম হয়। এ জন্য তিনি গত ২২ জুলাই এক মাসের ছুটিতে বাসায় আসেন।

বুধবার দুপুরে তার বাসায় ঈদ উপলক্ষে আত্মীয়দের দাওয়াত দিয়েছিলেন। এ জন্য একটি ফ্যানের লাইন খারাপ হওয়ায় তা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রবিউলের। পরে জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিউলের ভগ্নিপতি আব্দুল মোতালেব বলেন, ‘আমাদের সকাল সাড়ে নয়টার দিকে ফোন করে দাওয়াত দেয়। পরে আমরা আসার পথে শুনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল মারা গেছে।’

শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হেলেনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই

আরও পড়ুন