টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০৪:০০ পিএম টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৩ জন আহত হন। শুক্রবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা যায়।

পুলিশ এবং নিহতের পরিবারের লোকজন বলেন, পাবনা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে একই পরিবারের ৫ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মহেড়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের চাকাপাংচার হয়ে ঢাকাগামী একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ ৬ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ওই মাইক্রোবাসের ড্রাইভার প্রাথমিক চিকিৎসা নিয়ে কাউকে কিছু না বলে চলে যান।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান বলেন, তাদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত ৩ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এনআই

আরও সংবাদ