হবিগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে আহত ৩০

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০৫:৪৫ পিএম হবিগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে আহত ৩০
সংঘর্ষে আহতদের কয়েকজন - ছবি : জাগরণ

হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুরায় রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শৈলজুরা ইউনিয়নের গায়েবপুর গ্রামের দিদার আলীর ছেলে কামাল মিয়ার সাথে একই গ্রামের ইউসুফ আলীর ছেলে লাল মিয়ার বাড়ির রাস্তা কাটা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।

পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন রুবেল মিয়া (৩২), সরুফা বেগম (৫০), রুহেল মিয়া (১৩), রহিমা বেগম (৪০), কালাবানু (৬০), বাহার মিয়া (৩৬), দুলাল মিয়া (৪০), নাজু আক্তার (২০), আরজু মিয়া (৩৫) ও জামান মিয়া (৫০)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এনআই

আরও সংবাদ