খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ০৯:১৮ পিএম খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিল্পী আক্তার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি জেলার তেরখাদা উপজেলার কাঁঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শুক্রবার (৩০ আগস্ট) বিকালে তেরখাদা উপজেলার আঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী শিল্পী আক্তার হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা সংকটাপন্ন হলে শনিবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। দুপুরের দিকে শিল্পী মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন।

এ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

এনআই

আরও সংবাদ