নবীনগরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১৫

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৪:৫৬ পিএম নবীনগরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কেন্দ্রে লাইনে দাঁড়ানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণপুর গ্রামে পরাজিত ও জয়ী কমিশনারের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) পৌরসভা নির্বাচন চলাকালে কেন্দ্রে লাইনে দাঁড়ানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণপুর গ্রামের সাদু মিয়ার সাথে স্বপন মিয়ার কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে নারায়ণপুর সর্দারপাড়ায় পরাজিত কমিশনার রাজ্জাকের লোকজনের সাথে জয়ী কমিশনার আল মামুনের লোকজনের সংঘর্ষ বাধে। এতে মহিলাসহ  ১৫ জন আহত হন।

গুরুতর আহত সাদু মিয়া, স্বপন মিয়া, সুফিনা বেগম, জুয়েল রানা, হাসেনা বেগম, নোরাজিস, রিফাত, লোকমান ও সাদ্দামকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানার ওসি রণজিত রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এনআই

আরও সংবাদ