• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০১৯, ০৩:২৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০১৯, ০৩:২৮ পিএম

নবীনগরে নির্বাচনি সহিংসতায় নিহত ১, আহত ৩

নবীনগরে নির্বাচনি সহিংসতায় নিহত ১, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সাইদুল মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

সোমবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল কুড়িঘর গ্রামের আবুল কালামের ছেলে এবং নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের সমর্থকরা কুড়িঘর গ্রামে আনন্দ মিছিল করছিল। এ সময় নৌকা প্রার্থী কাজী জহির সিদ্দিক টিটুর সমর্থকরা তাদের উপর হামলা করলে ৪ জন আহত হয়। পরে গুরুত্বর আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ।  

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়। তাছাড়া মামলা প্রস্তুতি চলছে।

এসসি/