দৌলতদিয়ায় ৩ ফেরিঘাট বন্ধ

ফেরি লোড-আনলোডে ব্যাহত, দুর্ভোগে যাত্রী ও যানবাহন শ্রমিকরা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ১১:১৮ এএম ফেরি লোড-আনলোডে ব্যাহত, দুর্ভোগে যাত্রী ও যানবাহন শ্রমিকরা
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন -ছবি : জাগরণ

দৌলতদিয়ায় নদী ভাঙনের কারণে ৬টির মধ্যে ৩টি ঘাট বন্ধ রয়েছে। কোনরকম জোড়াতালি দিয়ে চলছে ফেরি লোড-আনলোড প্রক্রিয়া। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৬ শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও যানবাহন শ্রমিকরা।  

বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাট এলাকায় গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে আবার নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে নদীর পাড়ে ফেলা জিও ব্যগসহ বিস্তৃর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় এ ঘাট দিয়ে গাড়ি লোড-আনলোড বন্ধ রয়েছে।

এছাড়া গত ২ অক্টোবর দৌলতদিয়ায় ১ ও ২ নং ফেরিঘাট ও আশপাশের এলাকা নদীতে চলে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে এ দুটি ফেরি ঘাট। এ অবস্থায় এখন দৌলতদিয়ায় ৬টি ফেরি ঘাটের মধ্যে ৩টি ফেরি ঘাট চালু রয়েছে। বাকি ৩টি বন্ধ রয়েছে। ফলে যানবাহন পারাপারে সমস্যা হচ্ছে। 

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডি জি এম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের দৌলতদিয়ায় হঠাৎ করে ৩নং ফেরিঘাটের পন্টুন এলাকার মাটি ধসে নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে গত বৃহস্পতিবার থেকে ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন লোড-আনলোড বন্ধ রয়েছে। নদী ভাঙনের কারণে এর আগেও আরও ২টি ঘাট বন্ধ রয়েছে। ফলে এখন ৬টি ঘাটের মধ্যে ৩টি ঘাট চালু রয়েছে। এ অবস্থায় ফেরি লোড-আনলোডের জন্য সংকট দেখা দিয়েছে। ফলে সবগুলো ফেরি সার্ভিসে রাখা মুশকিল হয়ে পড়েছে। যে কারণে ৪/৫টি ফেরি ঘাটেই নোঙর করে রাখা হচ্ছে।

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মকবুল হোসেন জানান, নদী ভাঙ্গনের কারণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের কাছে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে ১ ও ২ নং ঘাটের মাঝামাঝি স্থান নদীগর্ভে চলে গেছে। ফলে এ দুটি ঘাট প্রায় ১ মাস ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ৩নং ফেরি ঘাটটি নদী ভাঙ্গনের কবলে পড়লে ওই ঘাটটিও বন্ধ রাখা হয়। এ ঘাটতি সচল করতে রাত-দিন কাজ করে যাচ্ছে আমাদের লোকজন। এখন দৌলতদিয়া ৬টি ঘাটের মধ্যে ৩টি ঘাট দিয়ে কোনরকম জোড়াতালি দিয়ে ফেরি লোড-আনলোড করানো হচ্ছে। ঘাটের উজানে একটি চর ওয়াশ হয়ে যাওয়ায় যে ভাবে নদী ভাঙছে এভাবে ভাঙন অব্যহত থাকলে দৌলতদিয়াতে ঘাট রাখা কঠিন হয়ে পড়বে।

একেএস/একেএস       
 

আরও সংবাদ