তাঁবু টাঙিয়ে জেএসসি শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ১২:৫৫ পিএম তাঁবু টাঙিয়ে জেএসসি শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ

কেন্দ্র আছে, নেই পর্যাপ্ত কক্ষ। খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে জেএসসি শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কর হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় তাবু টাঙিয়ে এভাবে পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষা কেন্দ্রের সচিব ইয়াকুব আলী জানান, এই কেন্দ্রে এবার জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪৯১ জন। পরীক্ষায় অংশ নেয় ৪৮৪ জন। অবকাঠামো-স্বল্পতার কারণে অনেকটা বাধ্য হয়েই বিদ্যালয় চত্বরে তাঁবু টাঙিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। 

তিনি বলেন, এখানে একটি হলরুমসহ আটটি কক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাঁবুর নিচে পরীক্ষা দিচ্ছে ৪৭ জন। 

এদিকে, তাঁবুর নিচে পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না, এমনকি তারা কোনো অভিযোগ করেনি। 

পরীক্ষা কেন্দ্রস্থল হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস জানান, প্রতি বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রুমের সংকুলান করা সম্ভব হয়নি। তবে আগামী বছর আর এ সমস্যা থাকবে না।

কেএসটি

আরও সংবাদ