উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবি

৬ষ্ঠ দিনের মতো পাবিপ্রবির শিক্ষার্থীদের বিক্ষোভ

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ১২:৫৫ পিএম ৬ষ্ঠ দিনের মতো পাবিপ্রবির শিক্ষার্থীদের বিক্ষোভ

উপাচার্য অধ্যাপক ড. রোস্তম আলীসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে মঙ্গলবারও (৫ নভেম্বর) বিক্ষোভ করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৬ষ্ঠ দিনের মতো মঙ্গলবার দুপুর ১২টার পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করে তারা।

দুপুর ২টার পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দেয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জনান, সম্প্রতি ফাঁস হওয়া পাবিপ্রবি উপাচার্য ড. এম রোস্তম আলীর কাছে চাকরি প্রার্থীর ঘুষ ফেরত চাওয়ার অডিও তদন্তসহ ১২ দফা দাবি পূরণে আন্দোলন করে আসছেন তারা। দাবি পূরণে বেধে দেয়া সময়সীমা পার হলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের এক দফা দাবিতে গত ৩০ নভেম্বর থেকে আন্দোলন শুরু করে তারা।

আগামী ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই সংকট সমাধানের দাবি শিক্ষার্থীদের।

কেএসটি

আরও সংবাদ