আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০৮:১৭ পিএম আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

অ্যামোনিয়া প্লান্টে ত্রুটি থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানাটি চালু হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় কোটি টাকা মূল্যের ১২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, কারখানাটির অ্যামোনিয়া প্লান্টের ত্রুটি সারাতে মেরামতকাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কাজ শেষ করতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

এনআই

আরও সংবাদ