৫ দিনের ব্যবধানে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৯, ০৪:৩৬ পিএম ৫ দিনের ব্যবধানে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

৩ নভেম্বর ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুরে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হওয়ার পর নতুন করে আরেক গরু ব্যবসায়ী একইভাবে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) ভোররাতে তিনি নিহত হন। নিহত গরু ব্যবসায়ী ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন হোসেন (২৫)।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন উপঅধিনায়ক কামরুল হাসান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে সুমন ভারতে গরু আনতে গেলে ভারতের লড়াইঘাট এলাকার বিএসএফের পাখিউড়া ক্যাম্পের এলাকায় মেইন পিলার ৬০/১৩৩-১৩৪-আর পিলালের মাঝখানে ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার হাঁসখালী থানার শিলগেট নামক স্থানে বিএসএফের গুলিতে সুমন হোসেন নিহত হন।

বিজিবি জানিয়েছে, নিহতের লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাঁসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়। লাশটি উদ্ধারের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ৩ নভেম্বর ভোররাতে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত বাউলী গ্রামের কাসেম আলীর ছেলে আব্দুর রহিমকে নদীয়া জেলার ধানতলী থানার হাবাশপুর ক্যাম্পের ৮ বিএসএফ ধরে নিয়ে যায়। ৬০ নম্বর মেইন পিলারের ভারতের ৪০০ গজ অভ্যন্তরে তার লাশ পাওয়া যায়।

এনআই

আরও সংবাদ