২০০ টাকা কেজি পেঁয়াজ, ৫ ব্যবসায়ীকে জরিমানা

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৭:২২ পিএম ২০০ টাকা কেজি পেঁয়াজ, ৫ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  -  ছবি : জাগরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন গোবিন্দাসী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জানা যায়, গোবিন্দাসী বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন ওই বাজারে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেঁয়াজ ব্যবসায়ী মো. বাদল, উজ্জ্বল, মাসুদ রানা, ফরিদ ও ইকবালকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সেই সাথে বাজার কমিটির সভাপতি- সম্পাদককে সতর্ক করে দেয়া হয়েছে।

এনআই

আরও সংবাদ