চাটমোহরে জমি থেকে পেঁয়াজ চুরি

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৮:৩৩ পিএম চাটমোহরে জমি থেকে পেঁয়াজ চুরি

স্থানীয় বাজারে পেঁয়াজের কেজি যখন ২২০ টাকা, তখন আবাদি জমি থেকে চুরি গেল বপন করা ১৫ কেজি পেঁয়াজ। পাবনার চাটমোহর উপজেলার সীমান্তবর্তী গ্রাম অলিপুরের এ ঘটনায় তাজ্জব হয়েছেন চাষিসহ এলাকাবাসী।

চুরি যাওয়া পেঁয়াজের বর্তমান বাজারদর ৩ হাজার ৩০০ টাকা। স্থানীয় বাসিন্দা শামীম আহম্মেদের কথায়, কয়েক দিন আগে ২ কাঠা জমিতে ১৫ কেজি পেঁয়াজের বীজ বপন করেছিলেন চাষি আব্দুল হান্নান। এরপর জমিতে গিয়ে দেখেন একটি পেঁয়াজও নেই। আব্দুল হান্নান ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

আব্দুল হান্নান ছাড়াও চাষি সুলতান হোসেন, আব্দুল করিম ও গোলাপ মোল্লার আবাদি জমি থেকে কিছু পরিমাণ বপন করা পেঁয়াজ খোয়া গেছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম তারেক জানান, পেঁয়াজ চুরির বিষয়টি শুনেছেন তিনি। আর বর্তমান চেয়ারম্যান আজাহার আলীর ভাষ্য, এমন ঘটনা তার জানা নেই, কেউ বলেওনি।

চাটমোহর থানার ওসি শেখ নাসীর উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। বিষয়টি তার জানা নেই।

এনআই

আরও সংবাদ