ত্রিশালে ১২০ টাকা দরে লবণ বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৭:১৯ পিএম ত্রিশালে ১২০ টাকা দরে লবণ বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা
ত্রিশাল বাজারের মোদক পট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান - ছবি : জাগরণ

ময়মনসিংহের ত্রিশালে চিকন লবণ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ অভিযোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ত্রিশাল বাজারের মোদক পট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স অর্পিতা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আতিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে ত্রিশাল থানার পুলিশ।

ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ রকম অভিযান অব্যাহত থাকবে।

এনআই

আরও সংবাদ