মাধবপুরে পুলিশের উপর ডাকাত দলের হামলা, আটক ২

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ১২:০৭ পিএম মাধবপুরে পুলিশের উপর ডাকাত দলের হামলা, আটক ২

হবিগঞ্জের মাধবপুরে ডাকাত দলের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে।

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলায় আহত পুলিশরা হলেন- এএসআই জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ার এবং কনস্টেবল ফয়েজ। তবে আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিনকে ঢাকায় পাঠানো হয়।   

পুলিশ সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলযোগে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে কয়েকটি মোটরসাইকেলযোগে একদল ডাকাত যাচ্ছিল। এ সময় সুরমা চা বাগান এলাকায় টহলরত পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। তখন ডাকাতরা পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পরে মোটর সাইকেল আরোহী দুই ডাকাতকে ২ রাউন্ড গুলি ও পিস্তলসহ আটক করা হয়।

এক পর্যায়ে আটককৃতরা হলেন- নরসিংদি এলাকার আব্দুস সোবহান সুমন ও বাইজিদ মিয়া। 

এদিকে, ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান। 

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ সদস্য রুহুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 


টিএফ

আরও সংবাদ