• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০১৯, ১২:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০১৯, ০৬:৪৪ পিএম

ফেনীতে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত 

ফেনীতে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত 
ফেনীর দাগনভূঁইয়াতে গণপিটুনিতে নিহত ৩ ডাকাত - ছবি জাগরণ

ফেনীর দাগনভূঁইয়া পোদ্দার পুকুর নামক স্থানে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে  গুরুতর আহত হয়েছে আরও ১ ডাকাত। 

শনিবার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার মাতুভূঞা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিনগত রাতে বালিগাঁও ইউনিয়নের চরহুজুরি গ্রামের মোল্লা বাড়ির তাজ উদ্দিন ঘরে মালামাল লুট করে। এরপর তারা দাগনভূঁইয়া ইউনিয়নের মাতুভূঞা পোদ্দার পুকুরে হেদায়েত উল্যাহর বাড়িতে প্রবেশ করে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে। এতে বাধা দেয়ায় ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। তাদের চিৎকার এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে ৯ জনের মধ্যে ৪ জনকে আটক করে গণপিটুনি দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনারস্থল থেকে ৪ জনকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ পাঠান জানান, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

একেএস